Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৮
39Shares
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষ

বিজ্ঞাপন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাস আরেকটি বাসে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ধাক্কা লাগা বাসটি ছিটকে গিয়ে পাশে থাকা সড়ক নিরাপত্তার টহল গাড়িতে আঘাত করে। ফলে তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুরভি পরিবহন নামে এক বাসের অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ওই এলাকায় চার কিলোমিটারজুড়ে আধঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ও আহতদের সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানাযন, মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহনকে পেছন থেকে সুরভি পরিবহন নামে একটি বাস ধাক্কা দেয়। এতে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়জিত পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১২ জন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কেউ মারা যাযননি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD