চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক চার লেনের দাবী- বৈষম্যবিরোধী ছাত্র জনতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনের দাবীতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের কার্যালয়ে লিখিত এই আবেনপত্র তুলে দেওয়া হয়। আবেদনে বলা হয়, আমরা প্রতিনিয়ত এই মহাসড়কে কোথাও না কোথাও দূর্ঘটনার খবর পাই এবং সেখানে মর্মান্তিকভাবে হতাহত হচ্ছে আমাদের এলাকার যুবসমাজ, হারিয়ে যাচ্ছে আগামীর মানব সম্পদ, দ্রুত সময়ের মধ্যে চার লেন করার দাবী জানান তারা।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই বাজারে ইলিশ
সরজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দেশের বিভিন্ন মহাসড়কের তুলনায় অত্যাধিক ঝুঁকিপূর্ণ, বিশেষ করে মহাসড়কের হাশমতের দোকান এলাকা, ঠাকুরদীঘি, উপজেলার পদুয়া, লোহাগাাড়া শহর, আধুনগর, হাজি রাস্তা, চুনতি, জাঙ্গালিয়া এলাকায় অনেক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে, আবার গাড়ির সাইজের তুলানায় সড়ক খুবই সংকীর্ণ, দুটি স্লিপার কোচ পাস হতে গেলে আরেকটি রিকসা যাওয়ার জায়গা থাকেনা, অপরদিকে শুষ্ক মৌসুমে দক্ষিণ অঞ্চল থেকে ট্রাকে কিংবা কাভার ভ্যানে করে লবণ পরিবহন হয় দেশের বিভিন্ন অঞ্চলে, ট্রাক থেকে নির্গত পানিতে মারাত্মকভাবে পিচ্ছিল হয়ে যায় সড়ক, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাইকার এবং পিকনিকের দূরপাল্লার বাসগুলো এই সড়কের চরিত্র বুঝতে পারেনা সহজে, অনেক সময় নিয়ন্ত্রণ হারায় এই পিচ্ছিলতায়, হয়ে যায় মর্মান্তিক দূর্ঘটনা, এই সকল দূর্ঘটনায় ঝরে যায় তাজা প্রাণ, অনাকাঙ্ক্ষিত প্রাণহানি থেকে বাঁচতে এবং বাঁচাতে নিরাপদ সড়ক কিংবা চার লেনের সড়কের দাবী জানান ছাত্র-জনতা।
উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণের সংগঠক ও লোহাগাড়া সাতকানিয়া ছাত্র প্রতিনিধি এবং বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক তামিম মির্জা, আব্দুল্লাহ আল নোমান, জহির উদ্দিন, নেছারুল হক সাকিব, রিদুয়ান রাইয়ান, শাহেদুল হক রনি, আবু হাছান, শফিকুর রহমান, সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে কাউয়ার চরের ইলিশ-খিচুড়ি
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হাছান বলেন, ইতোমধ্যে মহাসড়কের পদুয়া ও বটতলী মোটর স্টেশন অংশ চার লেন করার প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি আগামী কিছুদিনের মধ্যেই টেন্ডার আহ্বান করা হবে।
আরএক্স/