নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই বাজারে ইলিশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪


নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই বাজারে ইলিশ
ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম দিনেই বাজারে আসতে শুরু করেছে ইলিশ। তবে ইলিশের সাইজ বেশ ছোট, কিন্তু তুলনায় দাম অনেকটায় বেশি।


সোমবার (৪ নভেম্বর) দুপুরে মৎস্য অবতরণ কেন্দ্র গুলো ঘুরে দেখা যায়, ইলিশ বাজারে আসায় ক্রেতাদের মধ্যে আগ্রহ ও ভিড় দুটোই বেড়েছে। আর দাম আগের মতোই বেশি।


আরও পড়ুন: সমুদ্রসীমায় মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান শুরু


মাছ ব্যবসায়ী জান্নাতুর রহমান বলেন, এখন যে মাছ এসেছে তা নিকটস্থ নদীর মাছ। কিছু আগের ফ্রিজড মাছও বিক্রি হচ্ছে। ক্রেতা যে হারে এসেছে সে তুলনায় সরবরাহ না থাকায় দাম বেশি।


আরেক বিক্রেতা বাকি বিল্লাহ বলেন, মাছ ধরার বোট এখনো সাগরে বা নদীতে যেতে পারেনি। পরিচিত অনেকে আজ সকালে রওয়ানা দিয়েছেন। এই মৌসুমের মাছ আসতে আরও ৪-৫ দিন লাগবে। যেগুলো বাজারে আসছে সেগুলো কাছাকাছি নদীর এবং কিছু আছে আগের ধরা।


বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, বাজারে বিগত সময়ের মতো বড় ইলিশের সরবরাহ এখনো বাড়েনি। এখন ছোট সাইজের মাছ আসছে বেশি। এতে বোঝা যাচ্ছে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ প্রচুর ডিম ছেড়েছে।


তিনি বলেন, প্রথম দিনে বাজারে ইলিশের আমদানি কম। মানে নদ-নদীতে অভিযানের তৎপরতার কারণে তেমনভাবে ইলিশ শিকার করতে পারেনি কেউ। বড় বড় ফিশিং বোট সাগরে গিয়ে মাছ শিকার শেষে ফিরে আসার পর বাজার দর নিম্নমুখী হবে।


আরও পড়ুন: মোংলায় পূজামন্ডপে কোস্ট গার্ডের নিরাপত্তা জোরদার


ব্যবসায়ীরা জানিয়েছেন, ৪০০-৫০০ গ্রামের ইলিশ আজ ১২ থেকে ১৪ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। জাটকা ৯ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কেজি সাইজের ইলিশ ৬৪ হাজার টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে।


উল্লেখ্য, রবিবার (০৩ নভেম্বর) রাত ১২টায় শেষ হয় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা।


আরএক্স/