কুড়িগ্রাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের প্লানিং নিয়ে কুড়িগ্রাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ পরিচালক মো. কাজী বদরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
আরও পড়ুন: রংপুরে তিস্তা বাঁচানোর পদযাত্রায় জনস্রোত
সভায় আন্তর্জাতিক দাতা সংস্থা জাইকা'র অর্থায়নে দেশীয় কনসালটেন্সি ফার্ম জিপ্যাড কর্তৃক কুড়িগ্রামের উলিপুর এবং চিলমারী উপজেলার উপর প্রকল্পের প্রণিত প্লানিং উপস্থাপন করা হয়।
সভায় উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা এবং চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক নিজ নিজ উপজেলার প্রকল্পের প্লানিং তুলে ধরে বক্তব্য রাখেন।
আরও পড়ুন: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন উর রশীদ, আন্তর্জাতিক দাতা সংস্থা জাইকা'র প্রকল্প ব্যবস্থাপক পিকিউসি নাটসুকি, দেশীয় কনসালটেন্সি ফার্ম জিপ্যাড'র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউর রহমান প্রমুখ।
এমএল/