Logo

শুধু চট্টগ্রামের জন্য নয়, দেশের জন্য কাজে নেমেছে উপদেষ্টারা: ফরিদা আখতার

profile picture
জনবাণী ডেস্ক
২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৯
49Shares
শুধু চট্টগ্রামের জন্য নয়, দেশের জন্য কাজে নেমেছে উপদেষ্টারা: ফরিদা আখতার
ছবি: সংগৃহীত

আমরা ক্ষমতা নিতে নয়, দায়িত্ব পালন করতে এসেছি

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‌‘আমরা যার উপদেষ্টা আছি, তারা শুধু চট্টগ্রামের জন্য নয় বরং সমগ্র বাংলাদেশের জন্য কাজে নেমেছি। আমরা ক্ষমতা নিতে নয়, দায়িত্ব পালন করতে এসেছি।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুরের পূবাইলে হাসনাহেনা পিকনিক স্পটে বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর মেজবান ও চট্টলা উৎসব ২০২৫ এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

চট্টগ্রামের ভাষা রক্ষার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, চট্টগ্রামের জনগণ যে ভাষায় কথা বলেন তার মধ্যে ইংরেজি, আরবি, পর্তুগিজ, আরাকানিজ ভাষার সংমিশ্রণ দেখা যায়।মাতৃভাষা দিবসে বলতে চাই চট্টগ্রামের ভাষা একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষা।

বিজ্ঞাপন

তিনি বলেন দেশের অন্যান্য জায়গার মতো গাজীপুরে চট্টগ্রামের মানুষ বিভিন্ন স্বনামধন্য ব্যবসার সাথে জড়িত হয়ে দেশের অর্থনীতিতে বিরাট বড় ভূমিকা রেখে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। তবে চব্বিশে যারা প্রাণ দিয়েছেন তাদের বেশির ভাগই তরুণ ছিলেন। বাংলাদেশের সাধারণ জনগণের যখন নিঃশ্বাস বন্ধ হবার মতো অবস্থা; কোন কিছু করতে পারছিলো না ঠিক সে সময়ই তরুণরা আমাদের পরিত্রাণ দিয়েছে- করেছে শৃংঙ্খল মুক্ত।

বিজ্ঞাপন

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, চট্টগ্রাম একদিকে যেমন অলি- আউলিয়ার দেশ অন্যদিকে শেফালী ঘোষ, শ্যাম সুন্দর বৈষ্ণব, রমেশ শীলদের জন্ম, তারা আমাদের গর্ব।

ফরিদা আখতার আরও বলেন, চট্টগ্রামের সমস্যা বলি আর গর্ব বলি তারা মেজবান ছাড়া কিছু বোঝে না। মহেশখালী পান বিশেষ গুণসম্পন্ন এবং জিআই পণ্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখানকার পানের যে গুণ আছে তা দেশের অন্য কোন পানে সে ধরণের গুণ নাই। মহেষখালীর পান আমাদের সম্পদ আর তা রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।

এসময় আর উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত, সাধারণ সম্পাদক ড. দেবজ্যিৎ রায়, সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম ঝিনুক, ভাইস চেয়ারম্যান এ.এম. মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রফেসর ড. এস এম মিজানুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD