আউটসোর্সিং কর্মীদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫


আউটসোর্সিং কর্মীদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত

সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা। 


শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৮ মিনিটে আন্দোলনকারীদের ওপর পুলিশকে অ্যাকশনে যেতে দেখা যায়। এসময় পুলিশকে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়।


আরও পড়ুন: চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ


এর আগে বিকেল ৫টায় দেখা যায়, শতাধিক সদস্যসহ দুটি জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান করছেন।


ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।


আরএক্স/