যুবলীগের নেতাকে জিয়া মঞ্চের আহবায়ক করার অভিযোগ উঠেছে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫


যুবলীগের নেতাকে জিয়া মঞ্চের আহবায়ক করার অভিযোগ উঠেছে
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যুবলীগের সক্রিয়কর্মী শরিফ খানকে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চের চৌহালী  উপজেলা শাখার আহবায়ক করা হয়েছে। এতে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 


আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপির মিছিলে অতর্কিত আওয়ামীলীগের হামলা


সংগঠনটির জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা শাখার সিনিয়র যুগ্ন-আহবায়ক খাজা ময়েন উদ্দিন ও সদস্য সচিব সিরাজুল আলম সরকারের সইকরা একপত্রে চৌহালী উপজেলা শাখায় ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে শরিফ খানকে আহবায়ক ও ইঞ্জি. আবু মুসাকে সদস্য সচিব করা হয়। 


নাম প্রকাশ না শর্তে উপজেলা বিএনপির সাবেক এক নেতা দুঃখ প্রকাশ করে বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে শরিফ ও তার বাবা শাহজাহান সর্দার সাবেক এমপি মমিন মন্ডলের সঙ্গে রাজনীতি করেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের সকল প্রকার সুযোগ-সুবিধা নিয়ে একচেটিয়া ঠিকাদারি ব্যবসাও করেছে তারা। তাদের দাড়া আমরা আওয়ামী লীগের একাধিক হামলা-মামলার শিকার হয়েছি। অথচ জিয়া মঞ্চের কমিটিতে তারাই এখন বড় নেতা। 


জিয়া মঞ্চের আহবায়ক পদ পাওয়ার বিষয়ে সদ্য ঘোষিত কমিটির এক সদস্য বলেন, শরিফকে আহবায়ক করায় আমরাও সন্তুষ্ট না। কারণ সে মূলত যুবলীগের একজন সক্রিয়কর্মী। তার ধারণা মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে তিনি এই পদ নিয়েছেন। 


তবে নিজেকে বিএনপি পরিবারের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক দাবি করে শরিফ খান বলেন, আমি ঠিকাদারি পেশায় জড়িত। এ জন্য স্থানীয় সংসদ সদস্য ও মেয়রের সঙ্গে কিছু ছবি থাকতেই পারে। তার মানে এটা না যে, আমি আওয়ামী লীগ করি। 


সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব ইঞ্জি. আবু মুসা জানান, এই কমিটি ঘোষণার পর তাকে (আহবায়ক) নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে। এটা আমিও জেনেছি। মূলত ঠিকাদারি পেশার কারণে আওয়ামী লীগের এমপি ও মেয়রদের সঙ্গে তার কিছুটা সখ্যতা ছিল। তাছাড়া অন্য কিছুনা। 


আরও পড়ুন: সিরাজগঞ্জে হাটের নামে ব্যক্তি মালিকানার পুকুর দখলের অভিযোগ


কমিটির অনুমোদনকারী জেলা শাখার সিনিয়র যুগ্ন-আহবায়ক খাজা ময়েন উদ্দিন বলেন, পতিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জিয়া মঞ্চের কমিটিতে পদ পাওয়ার কোন সুযোগ নেই। তবে চৌহালীর ওই কমিটির আহবায়ক যদি যুবলীগের সক্রিয়কর্মী হয়ে থাকে তাহলে অবশ্যই তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।


এসডি/