শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৫


শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত
ছবি : প্রতিনিধি

শরীয়তপুরে স্থানীয়দের গনপিটুনিতে ২জন ডাকাত নিহত হয়েছে।


শুক্রবার (১ মার্চ) রাত ১১টার দিকে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় স্পীডবোর্ডে করে এসে বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে ডাকাতরা। পরে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় এলে স্থানীয়রা বাল্কহেড দিয়ে তাদের গতিপথ রোধ করে ।


আরও পড়ুন : শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৫


একপর্যায়ে ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে কয়েজন আহত হয়। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় স্থানীয়রা ৭ জনকে আটক করে গণপিটুনি দিলে ২জন নিহত এবং ৫জন আহত হয়। আহতদেরকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরন করে। এছাড়াও ডাকাতদের ছোরা গুলিতে চারজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 


অন্যদিকে মাদারীপুর জেলায় একই ডাকাতদের গুলিতে পাঁচজন আহত হয়েছে। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।


জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টাকালে ৭ জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। এতে ২ জন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তাদের উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।



এসডি/