সেই ওসি ঠাঁই হলো না উখিয়া থানাতেও, চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে বদলি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার ‘তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ’ দেওয়া কক্সবাজারের চকরিয়া থানার সেই ওসি মনজুর কাদের ভূঁইয়া’র ঠাঁই উখিয়ায়ও হলো না, অবশেষ তাকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: উখিয়ায় শিশুকে গর্তে পুঁতে মুক্তিপণ দাবি, ভিডিও ভাইরাল
এর আগে গত শনিবার জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলির এক আদেশ দেওয়া হয়েছিল। অবশেষে তা একদিন না যেতেই প্রত্যাহার করে রেঞ্জ কার্যালয়ে বদলির আদেশ আসে।
রবিবার (৩ মার্চ ) রাতে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের ডিআইজি আহসান হাবীব পলাশ স্বাক্ষরিত এক আদেশ হাতে পাওয়ার পর তথ্যটি নিশ্চিত করেছেন, জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) মো. জসিম উদ্দিন।
শনিবার কক্সবাজার সফরে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে বিফ্রিংকালে স্থানীয় এক সাংবাদিক চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার নানা বিতর্কিত ভূমিকা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা তাৎক্ষণিক পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে ২৪ ঘন্টার মধ্যেই চকরিয়া থানার ওসি’কে প্রত্যাহারের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ওইদিন সন্ধ্যায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়ায় থানায় বদলি করেন।
এ নিয়ে বিতর্কিত ভূমিকা থাকার কারণে মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে জেলার আরেক থানায় বদলির খবরে নানা মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক চাপায় শিক্ষিকা নিহত
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, গত ১ মার্চ স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশের প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে চকরিয়ার ওসি’কে উখিয়া থানায় বদলির আদেশ দিয়েছিল। কিন্তু রবিবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে প্রত্যাহার করা হয়। একই আদেশে তাকে রেঞ্জ কার্যালয়ে বদলির আদেশ দেওয়া হয়েছে।
সোমবারের মধ্যে ওসি মনজুর কাদের ভূঁইয়া রেঞ্জ কার্যালয়ে যোগদান করবেন বলে জানান, জেলা পুলিশের এ মুখপাত্র।
এসডি/