উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক চাপায় শিক্ষিকা নিহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৫


উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক চাপায় শিক্ষিকা নিহত
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক চাপায় বেসরকারি সংস্থায় কর্মরত এক শিক্ষিকা নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৪ জানুয়ারি)  বিকাল ৫ টার দিকে উখিয়ার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকের ফলিয়াপাড়া রাস্তার মাথা এবং লম্বাশিয়া ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকের রাস্তার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মো. সিরাজ আমিন।


আরও পড়ুন: উখিয়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি নিহত


নিহত রাবেয়া আক্তার (২২) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি সংস্থায় শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।


স্থানীয়দের বরাতে সিরাজ আমিন বলেন, মঙ্গলবার বিকালে উখিয়ার ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি ফলিয়াপাড়া রাস্তার মাথা এলাকায় একটি মোটর সাইকেলের পিছনে বসে বাড়ী ফিরছিলেন। এক পর্যায়ে তিনি মোটর সাইকেলের পিছন থেকে ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা বাঁশবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।


আরও পড়ুন: কক্সবাজার উখিয়ায় ‘মোবাইল চুরির’ অভিযোগে তুলে নিয়ে হত্যা


এপিবিএন এর কর্মকর্তা জানান, ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক চালককে গাড়ীসহ আটক করেছে।

নিহতের লাশ স্বজনরা বিনা ময়নাতদন্ত ছাড়া নিয়ে গেছে বলে জানান মো. সিরাজ আমিন।


এসডি/