উখিয়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি নিহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৬ পিএম, ৯ই জানুয়ারী ২০২৫


উখিয়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি নিহত
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোছাইন।

 

আরও পড়ুন: কক্সবাজার উখিয়ায় ‘মোবাইল চুরির’ অভিযোগে তুলে নিয়ে হত্যা


নিহত লিকু মানকিন (৩২) নেত্রকোনা জেলার দূর্গাপুর এলাকার ভরতপুরের অবনী ডিওর ছেলে এবং ‘টেরেস ডি হোমস’ (টিডিএস) নামের একটি এনজিও সংস্থার উখিয়ায় কর্মরত ছিলেন।


ওসি মো. আরিফ হোছাইন জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা মোটরসাইকেলের উপর চাপ দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী লিকু মানকিন গুরুতর আহত হলেও তার স্ত্রী ও সন্তান এর কোন আঘাত পাই নি। পরবর্তীতে লিুককে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষনা করেন।


ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এসডি/