Logo

কক্সবাজার উখিয়ায় ‘মোবাইল চুরির’ অভিযোগে তুলে নিয়ে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৪, ০১:১৬
41Shares
কক্সবাজার উখিয়ায় ‘মোবাইল চুরির’ অভিযোগে তুলে নিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

মোবাইল চুরির’ অভিযোগে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার পর ফেলে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ায় ‘মোবাইল চুরির’ অভিযোগে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার পর ফেলে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনস্থ তাজমান হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ আরাফাত (২২) পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুটিবুনিয়া এলাকার জালাল আহমদ ওরফে জালাল হাজীর ছেলে।

নিহতের বরাতে আরিফ হোসাইন বলেন, শনিবার মধ্যরাতে উখিয়ার পালংখালীতে চুরির অভিযোগে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার পর ফেলে যাওয়া লাশ স্থানীয় এক হাসপাতালে থাকার খবর পায় পুলিশ। পরে পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর নিশ্চিত হওয়া যাবে।’

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে চুরির অভিযোগে প্রতিপক্ষের মারধরে ওই যুবক মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

নিহতে ভাই জয়নাল আবেদীন বলেন, শনিবার দুপুরে স্থানীয় যুবক জাহেদ ও সাহাব উদ্দিনসহ আরও কয়েকজন তার ভাই মোহাম্মদ আরাফাতকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগে এনে বেঁধে কয়েক দফা মারধর করে। রাতে তাকে মুর্মূষাবস্থায় স্থানীয় পুটিবুনিয়া এলাকাস্থ সেনা বাহিনীর ক্যাম্পের পাশে ফেলে যায়। 

বিজ্ঞাপন

খবর পেয়ে স্বজনরা আরাফাতকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ওসি আরিফ হোসাইন জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। স্বজনদের অভিযোগ পেলে মামলা নথিভূক্ত করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD