Logo

বিশ্ব উরস শরীফ ও আধ্যাত্মিক চেতনার জাগরণ

profile picture
জান্নাতুর রহমান
ফরিদপুর
৭ জানুয়ারি, ২০২৬, ১৮:৪৭
বিশ্ব উরস শরীফ ও আধ্যাত্মিক চেতনার জাগরণ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ‘মহা পবিত্র বিশ্ব উরস শরীফ’ কেবল একটি বার্ষিক ধর্মীয় জমায়েত নয়, বরং এটি আত্মিক পরিশুদ্ধি এবং বিশ্ব মানবতার মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান ও জাকের ভাই ও বোনদের উপস্থিতিতে এই পুণ্যভূমি মুখরিত হয়ে উঠবে, যা ইসলামের সাম্য ও শান্তির বার্তাকেই পুনরুজ্জীবিত করে।

বিজ্ঞাপন

আটরশি দরবার শরীফের মূল দর্শন হলো আত্মশুদ্ধি। বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব সবসময় মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির পথ দেখিয়েছেন। বর্তমানের বস্তুবাদী ও অস্থির পৃথিবীতে মানুষ যখন ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, তখন উরস শরীফের মতো আয়োজনগুলো মানুষকে সহনশীলতা, ধৈর্য এবং স্রষ্টার প্রতি আনুগত্যের শিক্ষা দেয়।

এই মহাসম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এর সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং অসাম্প্রদায়িক চেতনা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এখানে মানুষ এক কাতারে মিলিত হয়, যা আমাদের জাতীয় সংহতি ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে কয়েক দিনব্যাপী কয়েক লক্ষ মানুষের থাকা-খাওয়া ও যাতায়াতের যে শৃঙ্খলা এখানে পরিলক্ষিত হয়, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

বিজ্ঞাপন

তবে এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিশেষ সতর্কতা এবং সহযোগিতা অত্যন্ত জরুরি। বিশেষ করে যাতায়াত রুটে যানজট নিরসন এবং আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দরবার শরীফের স্বেচ্ছাসেবক বাহিনী সমন্বিতভাবে এই পবিত্র আয়োজনকে সফলভাবে সম্পন্ন করবে।

পরিশেষে, আটরশির বিশ্ব উরস শরীফ থেকে অর্জিত নৈতিকতা ও তরিকতের শিক্ষা সমাজ থেকে হানাহানি ও কলুষতা দূর করতে সহায়ক হোক। আধ্যাত্মিকতার এই আলোকবর্তিকা মানুষের মনে শান্তি ও ভ্রাতৃত্বের বোধ জাগিয়ে তুলুক—এটাই আমাদের প্রত্যাশা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD