Logo

এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, তাঁরই মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৮ জানুয়ারি, ২০২৬, ১৭:৫৮
এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, তাঁরই মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা
প্রতীকী ছবি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন এনসিপি নেতা হাবিব চৌধুরী (২৪)। বৃহস্পতিবার দুপুরে বাসন থানার যোগীতলা এলাকায় এ ঘটনা ঘটে, যা দিনদুপুরে সংঘটিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

গুলির ঘটনার পরপরই ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। তারা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে দাবি করেছেন।

ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা ফটিক চানের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের বাসন থানার মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, হাবিব চৌধুরী সম্প্রতি অনলাইনে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে দুই ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে মোটরসাইকেল কেনার আগ্রহ প্রকাশ করেন। বৃহস্পতিবার তারা তাকে মোগরখাল এলাকার একটি নির্জন স্থানে ডেকে নেন। সেখানে মোটরসাইকেল পরীক্ষা করার কথা বলে একজন সেটিতে ওঠেন। ঠিক সেই সময় অন্যজন হাবিবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি তার শরীরে না লাগায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

হাবিব চৌধুরী জানান, মোটরসাইকেলের বাজারমূল্যের চেয়ে বেশি দাম দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে সেখানে ডাকা হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছানোর পর তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। তিনি থানায় এসে বিষয়টি জানিয়েছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

বিজ্ঞাপন

এনসিপির গাজীপুর মহানগর যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান অভিযোগ করেন, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। তিনি বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের মতো একই কৌশলে হাবিব চৌধুরীকেও হত্যার চেষ্টা করা হয়েছে। তার দিকে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও মন্তব্য করেন এই নেতা। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ১২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD