দেশে আবারও ভূমিকম্প

ভোলার উপকূলীয় উপজেলা মনপুরায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এই কম্পন টের পান দ্বীপের বাসিন্দারা। হঠাৎ করে কেঁপে ওঠে বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা। ভোরের নীরবতায় এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পনের সময় অনেকেই ঘুম থেকে জেগে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ফজরের নামাজরত মুসল্লিরাও বিষয়টি স্পষ্টভাবে অনুভব করেন। হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ বলেন, “নামাজ চলাকালে হঠাৎ পুরো মসজিদ কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে মুসল্লিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।”
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মনিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের মাত্রা বা কেন্দ্রস্থল সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে সংঘটিত ৩.৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে ভোলাসহ দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল। সে সময়ও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।








