Logo

‘ভাত না খাওয়ার’ প্রতিজ্ঞা করা সেই বিএনপির সমর্থক আর নেই

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
৯ জানুয়ারি, ২০২৬, ১৬:০৬
‘ভাত না খাওয়ার’ প্রতিজ্ঞা করা সেই বিএনপির সমর্থক আর নেই
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপির দীর্ঘদিনের সমর্থক নিজাম উদ্দিন শুক্রবার (৯ জানুয়ারি) রাতে প্রায় ৩টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। রাজনৈতিক বিশ্বাস ও ব্যতিক্রমী ব্যক্তিগত প্রতিজ্ঞার জন্য স্থানীয়ভাবে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ২০১৪ সালের ৩১ মে থেকে নিজাম উদ্দিন টানা ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে তুলবেন না। ওই বছরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নিজ গ্রামে আয়োজন করা দোয়া ও খাবারের সময় স্থানীয় আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেওয়ায় নিজাম উদ্দিন চরমভাবে অপমানিত ও ক্ষুব্ধ হন। এই ঘটনার পরই তিনি সেই অদম্য প্রতিজ্ঞা নেন।

পরিবার ও এলাকাবাসী জানান, প্রতিদিন নিজাম উদ্দিন কলার রুটি, চিড়া ও অন্যান্য শুকনো খাবার খেয়ে জীবনযাপন করতেন। পরিবারের সদস্যরা বহুবার তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি নিয়মিত বলেন, “প্রতিজ্ঞা ভাঙলে নিজের কাছেই ছোট হয়ে যাব।” নিজের এই সিদ্ধান্তে তিনি শেষ পর্যন্ত অনড় ছিলেন।

বিজ্ঞাপন

নিজাম উদ্দিন ২০২৫ সালের অক্টোবর মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারেননি। অবশেষে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

নিজাম উদ্দিন মৃত নূরানী বাক্স মণ্ডলের ছেলে। পেশায় তিনি ছিলেন কাঠমিস্ত্রি। সাধারণ জীবনযাপন করলেও রাজনৈতিক বিশ্বাস ও ব্যক্তিগত প্রতিজ্ঞার কারণে তিনি এলাকায় ব্যতিক্রমী এক চরিত্র হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়রা তাকে এক অনড় এবং অদম্য বিশ্বাসের মানুষ হিসেবে স্মরণ করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD