পাঁচবিবিতে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়ানূর হোসেন (৩৫) নামে যুবদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সহযোগী আব্দুল মোমিন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত ইয়ানূর হোসেন উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি মসজিদের ওয়াজ মাহফিলের সংগৃহীত অর্থের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন ইয়ানূর। এ অর্থের হিসাব নিয়ে একই এলাকার মোস্তফার সঙ্গে তার বিরোধ তৈরি হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছিল।
বিজ্ঞাপন
ঘটনার রাতে ইয়ানূর ও আব্দুল মোমিন বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ইয়ানূর হোসেন মারা যান। আহত মোমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মসজিদের হিসাবসংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শুক্রবার বিকেলে সোহেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবার এখনো মামলা দায়ের করেনি।








