জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৫

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচজন আসামিকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকাল আট থেকে বেলা দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার নেতৃত্বে কালাই এর বিভিন্ন এলাকা থেকে আসামিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আড়াইশ গ্রাম চোলাই মদ ও চার পিছ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) খ সার্কেল টিম জয়পুরহাট।
আটককৃত আসামিরা হলেন- কালাই কলেজ পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে নাদিম (২০),বাখড়া গ্রামের দোছিম সরকারের ছেলে রবিউল ইসলাম (৪০), নান্দাইল দিঘি গ্রামের সোলায়মানের ছেলে সুজাউল (২৬), পুনট বাসটেন্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (২৬) এবং শিবগঞ্জ উপজেলার বুড়িগন্জ গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে শামীম আহমেদ (২৬)।
বিজ্ঞাপন
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন আসামিকে তিন মাস ও দুইজন আসামিকে দুই মাস করে এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড সেইসঙ্গে সকল আসামিকে একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো: সিরাজুল ইসলাম। তিনি জানান মাদক সমাজের জন্য ভয়ঙ্কর প্রভাব ফেলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








