Logo

অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে কারাদণ্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর
৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৬
13Shares
অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে কারাদণ্ড
ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ী ভোগাইনদী হাতিপাগার গোদারাঘাট এলাকায় টুকরি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে পাঁচ জনকে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলার হাতিপাগার এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী এই অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিছুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে, পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। এ সময় ৪ ব্যক্তিকে ৭ দিনের, এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- তন্তর এলাকার শামীম মিয়া (২১), সাতদিন সোহাগ মিয়া (১৮), সাতদিন, সজীব মিয়া (২২) সাতদিন, দুলাল মিয়া (৩৩) ১০ দিন, সিরাজুল ইসলাম (৩৫) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কালাকুমা এলাকার মজনু মিয়া (২২) ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD