পানছড়িতে বিজিবি’র পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে।
বিজ্ঞাপন
এরই অংশ হিসেবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের পক্ষ থেকে দুইজন কলেজ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পানছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।
বিজ্ঞাপন
সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে একজন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অনার্স ১ম বর্ষে এবং অন্যজন পানছড়ি ডিগ্রি কলেজের এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত। উচ্চশিক্ষা চালিয়ে নেওয়ার পথে আর্থিক সীমাবদ্ধতা দূর করতে তাদের জন্য প্রয়োজনীয় দুই সেট বই পুস্তক প্রদান করা হয়।
শিক্ষা সামগ্রী বিতরণকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সব সময় পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও আশ্বস্ত করেন যে, পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সহযোগিতায় বিজিবি’র এ ধরণের মানবিক ও শিক্ষা-সহায়ক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় বিজিবি’র পদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজিবি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের সহযোগিতা পাহাড়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।








