শ্রীনগরে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শ্রীনগরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলার বাঘড়া ইউনিয়নের ছত্রভোগ গ্রামে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির মনোনীত সংসদ প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ্।
বিজ্ঞাপন
বাঘড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মানিক সভাপতিত্ব করেন, আর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মতবর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন।
আরও পড়ুন: মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ৪
বিজ্ঞাপন
এর পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।








