Logo

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ হারালেন ২ মোটরসাইকেল আরোহী

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
৯ জানুয়ারি, ২০২৬, ২১:২১
এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ হারালেন ২ মোটরসাইকেল আরোহী
ছবি: সংগৃহীত

ঢাকা–মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন মতিউর রহমান (৫০) এবং সোহেল রানা (৫০), উভয়ের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, একজন ঘটনাস্থলেই মারা যান, আর মতিউর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এএম জাহিদ হাসান জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ বর্তমানে হাসপাতালের মরিচ্চিকাগারে রয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার কারণ এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, এক্সপ্রেসওয়ে এলাকায় গত কয়েক মাস ধরে যানজট ও দ্রুতগামী যানবাহনের কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে। এই ঘটনায় আবারও সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD