Logo

হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সচেষ্ট সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
৩ জানুয়ারী, ২০২৬, ১৮:৪৯
12Shares
হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সচেষ্ট সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। দ্রুত বিচার কার্যক্রম শেষ করার লক্ষ্যে কাজ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

তবে তিনি বলেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এবং বর্তমানে আসামিদের অবস্থান নিশ্চিতভাবে জানা যায়নি।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব তথ্য দেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদের ফিরিয়ে আনতে। তবে এখনো আমরা শতভাগ নিশ্চিত হতে পারছি না তারা কোথায় আছে। আমাদের ইনডিগেশান অনুযায়ী তারা হয়তো দেশের বাইরে চলে গেছে। যদি সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করা যেত, তাহলে বলা যেত সম্ভবত তারা ভারতেই রয়েছে।

উল্লেখ্য, সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা। এরপর শহরের উত্তর ইসলামপুর এলাকায় শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের খোঁজখবর নেন।

পরে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় জেলার প্রশাসনিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে স্পষ্ট হয়েছে, দেশে বিচার ব্যবস্থার স্বচ্ছতা বজায় রেখে ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সরকারী অগ্রাধিকার।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD