ভয়াবহ দুর্ঘটনা: সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত চালকসহ ২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক সেতুর রেলিং ভেঙে কুমার নদে পড়ে যাওয়ার ঘটনায় ট্রাকচালকসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শৈলকুপার গাড়াগঞ্জ এলাকার বরদা পুরাতন সেতুতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টা শেষে রোববার সকাল ৮টার দিকে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একজন হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭)। অপরজন একই উপজেলার জাফর মিয়ার ছেলে মুবারক হোসেন, যিনি ট্রাকটির সহকারী হিসেবে কাজ করছিলেন।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, শনিবার রাতে যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে রওনা হয়। পথে গভীর রাতে ঘন কুয়াশার কারণে বরদা পুরাতন সেতুর ওপর পৌঁছালে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারান। এতে সেতুর রেলিং ভেঙে ট্রাকটি সরাসরি কুমার নদে পড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে নদীর পানির গভীরতা ও রাতের অন্ধকারের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হয়। রোববার ভোরে ক্রেনের সাহায্যে ট্রাকটি তোলার সময় চালক ও তার সহযোগীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
বিজ্ঞাপন
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রোববার সকালে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
দুর্ঘটনার ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা কুয়াশাপ্রবণ এলাকায় সতর্কতা বাড়ানো এবং সেতুগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।








