Logo

মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:০০
11Shares
মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পীরগাছা গ্রামের গৃহবধূ শিল্পী খাতুন (২৫) মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় স্বামী আলামিন হোসেনের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত তাঁর পরিহিত ওড়না মোটরসাইকেলের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে মুহূর্তের মধ্যেই গলায় প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এ দুর্ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, এলাকাজুড়ে চলছে শোকের মাতম। স্থানীয়রা মোটরসাইকেলে চলাচলের সময় ওড়না ও ঢিলেঢালা পোশাক ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD