মৌলভীবাজারে ছাত্র আন্দোলনের মামলার আসামি গ্রেফতার

মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ এর অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শেরপুর ফাঁড়ি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির নাম এমদাদ এহসান সুমন (৩৩)।
শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া সুমনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আকিদুর রহমান সুহান (৩৫) বাদী হয়ে একটি মামলা দায়ের রয়েছে এবং ঐ মামলার ৩২ নং এজহারনামীয় আসামি হলেন সুমন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





