সিরাজগঞ্জে শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, আটক ৩

সিরাজগঞ্জ শহরের সিএনজিতে বসে থাকা এক কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার বিকেলে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আব্দুর রহমান (২০) শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। সে শহরের ইসলামিয়া সরকারী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সিএনজি চালিত অটোরিক্সায় বসেছিল কলেজছাত্র আব্দুর রহমান। এ সময় সামনে ও পিছন থেকে কতিপয় যুবক দেশীয় অস্ত্র চাপাতি ও চাকু নিয়ে সিএনজিতে থাকা আব্দুর রহমান উপর্যুপরি আঘাত করে। বেশ কয়েকটি আঘাতের পর যুবকরা পালিয়ে যায়।
বিজ্ঞাপন
কলেজ ছাত্র আব্দুর রহমানের চাচা সোহাগ ও মা জানান, বিকেলে আরমান চৌরাস্তা এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন দিয়ে জানানো হয় আব্দুর রহমান অসুস্থ হাসপাতালে আসেন। এসে দেখি তাকে কোপানো হয়েছে। সে মারা গেছে। তবে যতটুকু জেনেছি কতিপয় যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেলে হাসপাতালে ভর্তি করেছিল।
তারা আরও জানান, কারা কি কারণে মেরেছে আমরা বলতে পারছি না।
সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ইতোমধ্যে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে কি কারনে হত্যা করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।






