নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত দোকানদার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকারের ধাক্কায় চায়ের দোকানদার ইব্রাহিম হোসেন (৫০) নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ফতেপুর ইউনিয়নের শিশুতলা বাজার এলাকায় কালীগঞ্জ–জীবননগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দর্শনা থেকে মহেশপুরগামী সাদা রঙের প্রাইভেটকারটি সড়কের পাশে থাকা ইব্রাহিম হোসেনের চায়ের দোকানে ঢুকে পড়লে দোকানটি সম্পূর্ণ ভেঙে যায়। এতে ইব্রাহিমসহ চারজন আহত হন।
বিজ্ঞাপন
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইব্রাহিম হোসেন মারা যান। আহত বাবলু মন্ডল, শহিদুল ইসলাম খুদে ও নাসির উদ্দিনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইব্রাহিম ফতেপুর ইউপির রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িটি আটক করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








