Logo

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৮ জানুয়ারি, ২০২৬, ১৮:৫২
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে একটি গোডাউনে আগুন লাগলেও মুহূর্তের মধ্যেই তা পাশের একাধিক গোডাউনে ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে দ্রুত গমন করছে।

বিজ্ঞাপন

কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম জানান, আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আশপাশে বেশ কয়েকটি ঝুটের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাতের সময় ধোঁয়া এবং শিখা দ্রুত বেড়ে যায়। গোডাউনে থাকা ঝুটের পরিমাণ বেশি হওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি, তবে তা যথেষ্ট বড় হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানিয়েছে, আশপাশের বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা স্থানীয়দেরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন এবং আগুনের প্রকোপ থেকে সম্পদ রক্ষা করার জন্য সংযম ও নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD