সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান পলাতক আসামি সাকিনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
বিজ্ঞাপন
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার সাভার থানাধীন বিরুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাকিন সিরাজগঞ্জ সদর থানার ধানবান্ধি এলাকার মতি শেখের ছেলে। বৃহস্পতিবার র্যাব-১২-এর অপস অফিসার, সহকারী পুলিশ সুপার উসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
উসমান গনি জানান, গত ২৮ ডিসেম্বর সিরাজগঞ্জ শহরের নাজমুল চত্বরে পূর্বপরিকল্পিতভাবে রিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর অবস্থায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর নিহতের পিতা সিরাজগঞ্জ সদর থানায় হত্যার মামলা দায়ের করেন।
র্যাব-১২ ওই মামলার ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ঢাকার সাভার থানাধীন বিরুলিয়া এলাকা থেকে মামলার প্রধান পলাতক আসামি সাকিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
র্যাব জানায়, সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদের এই নৃশংস হত্যাকাণ্ড সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।








