১৫ বছর পর শেরপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ বছর পর উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
শেরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে আহসান হাবিব আরমানকে। আর পৌর ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নাসিফ ওয়াহিদ প্রান্ত। উপজেলা আহ্বায়ক কমিটিতে সদস্য রাখা হয়েছে ৮৫ জন এবং পৌর কমিটিতে সদস্য সংখ্যা ৪০ জন।
দলীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল। দুই বছর মেয়াদী সেই কমিটি পরবর্তী সময়ে আর নবায়ন বা নতুন কমিটি গঠন সম্ভব হয়নি। রাজনৈতিক বাস্তবতা, মামলা, গ্রেপ্তার ও নেতাকর্মীদের ওপর চাপের কারণে সাংগঠনিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছিল বলে জানান স্থানীয় ছাত্রদল নেতারা।
বিজ্ঞাপন
নতুন কমিটি ঘোষণার সঙ্গে জেলা ছাত্রদল নির্দেশ দিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে উপজেলার ১০ টি ইউনিয়ন এবং পৌরসভার ৯ টি ওয়ার্ডে নতুন করে কমিটি গঠন করতে হবে। নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন কমিটির নেতারা।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসান হাবিব আরমান বলেন, সংগঠনকে নতুনভাবে গুছিয়ে নিতে এবং ছাত্রদের অংশগ্রহণ বাড়াতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য সাংগঠনিক শক্তি বাড়ানো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা ও পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
নতুন কমিটির মাধ্যমে শেরপুরে ছাত্রদলের সাংগঠনিক গতি ফিরবে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব তৈরিতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।








