বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শেরপুরে শোক ও প্রার্থনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে শেরপুরে শোক ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টায় শহরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণে শেরপুরে পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ শোক ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। সভায় ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই চেতনার আলোকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর উপজেলা কমিটির আহ্বায়ক জয় কিশোর মুন্সি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান পলাশ।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সদস্য সচিব জনি দত্ত, যুগ্ম আহ্বায়ক বাবুল মোহন্ত, সৌরভ বসাক, সুমন দাস, শেফালী ঘোষ, গোপাল বসাক, কল্যাণ মহন্ত, সদস্য গোবিন্দ সাহা, স্বাধীন সূত্রধর, গৌতম দত্ত, জয়ন্ত ঠাকুর ও রাখি সাহা, লিটন ঘোষ দত্ত।
পৌর শাখার মধ্যে উপস্থিত ছিলেন শহর কমিটির আহ্বায়ক তপন দত্ত, সদস্য সচিব কৌশিক কুন্ডু, যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস রাহুল, বিশাল সাহা, রিপন মহন্ত, তীর্থ সাহা, জীবন দত্ত, বাঁধন সাহা, তন্ময় সরকার, সেতু মহন্ত, বন্ধন সরকার, অপূর্ব কর্মকার, সংগ্রাম সরকার, অনিক সরকার, তমাল সরকার, সূর্য দত্ত ও রতন মালাকার, রাখি সাহা।
বিজ্ঞাপন
এছাড়া, জাসাস শেরপুর পৌরসভার সাধারণ সম্পাদক শরিফ, শহিদুল, পৌর যুবদলের সদস্য সাইদুজ্জামান সজীব, যুব নেতা আলামিন হোসেন রুদ্র, সিজান, যুবনেতা শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশ নেন।








