গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেফতারে ক্ষোভে ওসির বাড়ি থেকে গরু চুরি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৫

রাত সোয়া একটা। ভাতিজার নাম্বার থেকে কল আসে মনিরুল কবির রাশেদের নাম্বারে। রিসিভ করতেই দুঃসংবাদ। ভাতিজা জানায় বাইরে থেকে গরুর চিৎকার শোনা যাচ্ছে। সাথে সাথেই ঘরে বের হন মনিরুল কবির ও ছোটন। বের হতেই দেখেন গোয়ালঘরে চারটি গরু নেই। বাড়ি থেকে সড়কের দূরত্ব ৫০ ফুট। সামনে এগুতেই দেখতে পান সেখানে একটি পিক-আপে গরুগুলো তোলা হচ্ছে। গুলি করতে পারে এমন ভয়ে আড়ালে থেকে চোর চোর বলে চিৎকার দেন রাশেদ। পরক্ষণেই বাতি জ্বালিয়ে গুলি ছুঁড়েন ডাকাতেরা।
আরও পড়ুন : কক্সবাজারে বিমান বাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষে নিহত ১ : আহত ৬
তবে তিনটি গরু তুলতে পারলেও তড়িঘড়ি করে ছোট একটি গরু পিকআপে তুলতে না পেরে ফেলে চলে যান ডাকাতেরা। গুলি ছোঁড়ার কারণে নিঃসংকোচে এবং বিনা বাধায় ডাকাতি শেষ করেন তারা। পরে গরুভর্তি পিকআপটি চকরিয়ার বরইতলী রাস্তার মাথার দিকে চলে যায়।
রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঘটনাটি ঘটে পেকুয়া-বরইতলী সড়কের পূর্হাব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ নামক এলাকার মাস্টার আহমদ কবিরের বাড়িতে।
মাস্টার আহমদ কবিরের ছেলে মনিরুল কবির রাশেদ গরুগুলো লালনপালন করতেন। তাঁর বড়ভাই জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি।
গরুর মালিক মনিরুল কবির রাশেদ জানান, ডাকাতির পর গরুভর্তি পিকআপটি চকরিয়ার বরইতলী রাস্তার মাথার দিকে চলে গেছে।
স্থানীয়রা জানায়, চকরিয়া পেকুয়ায় গরু চুরির ঘটনা অহরহ। গরু চুরির জন্য অনেককে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। গরু চোর সিন্ডিকেটের প্রধান সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসাইনকে গ্রেফতার করা হলেও থামেনি গরু চরি। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার দাবী জানিয়েছেন তারা।
তাদের ধারণা, সম্প্রতি চট্টগ্রাম শহরের চকবাজার থানা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেফতার করেছে চকবাজার থানার ওসি জাহিদুল কবির। নবী হোসাইনকে গ্রেফতারের ক্ষোভে গরু ডাকাতেরা ওসির গ্রামের বাড়ির গরু লুট করতে পারে।
আরও পড়ুন: কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা
ঘটনার পর পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগীরা লিখিতভাবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসডি/