মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে: নাহিদ ইসলাম


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৫


মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে: নাহিদ ইসলাম
ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় । কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা আমাদের জনগণের যে কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি আমরা যেহেতু ২৪ সালের গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই । যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।


আরও পড়ুন: সাভারে অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষের পর আগুন, নিহত ৪

সকালে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 


নাহিদ ইসলাম আরও বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান সহ সকল লড়াইয়ের আকাংখাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করবো। তরুণরাই রাষ্ট্র গঠন করবে এবং জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম বিস্তার করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের বিচার দ্রুত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। 


জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বারবার ভেঙে পড়েছে। আমাদের একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে হবে। একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান, গণ পরিষদ নির্বাচন প্রয়োজন। শুধুমাত্র সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের জন্য এক নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন প্রয়োজন, যা মুক্তিযুদ্ধের সকল গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এই লক্ষ্যেই কাজ করবে।


নতুন রাজনৈতিক দল এনসিপি এর কার্যক্রম শুরু করেছে এবং তারা দ্রুত নিবন্ধন নেওয়ার উদ্দেশ্যে কাজ করছে। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে এবং দলটি শিগগিরই নিবন্ধনের জন্য শর্তাবলী পূরণ করবে বলে জানিয়েছে। এ সময় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, এবং নাসিরুদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।


এর আগে, সকাল ৮ টায় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নেতৃবৃন্দ শহীদ বেদীর সামনে এক মিনিট নিরবতা পালন করেন। এ ছাড়াও স্মৃতি সৌধে প্রবেশের পর থেকেই জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ শ্লোগান দিতে থাকেন। শ্লোগানে শ্লোগানে তারা এগিয়ে আসতে থাকেন শহীদ বেদীর দিকে। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতৃবৃন্দ। 


আরও  পড়ুন: সাভারে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেছেন: খোরশেদ আলম


এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্ধয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বক্তব্য দেন। 

গণমাধ্যমের সাথে কথা বলা শেষে তারা রাজধানীর রায়ের বাজারে ২৪ এর গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা দেন। এসময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এসডি/