বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৫


বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
ছবি: প্রতিনিধি

বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ট্রলারে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। 


আরও পড়ুন: মোংলায় ধান কেটে বাড়ী ফেরার পথে ভটবটি উল্টে নিহত ২


বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে তাদের উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।


এক প্রেস বার্তায় তিনি বলেন, ‘বুধবার (৫ মার্চ) দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে হতে ফোন করে জানানো হয় যে, ১৩ জন জেলেসহ ‘এমভি মা-বাবার দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার গত চার দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় বঙ্গোপসাগরে ভাসছে। ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। তিনি আরও জানান, এরপর কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে চার সদস্যবিশিষ্ট একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক উদ্ধার অভিযানের নিমিত্তে ওই এলাকায় যাত্রা করে। 


আরও পড়ুন: মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ আটক ৬


অতি দ্রুত উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল ট্রলারটিতে ১৩ জন জেলেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকারী দল ট্রলারসহ জেলেদের নিরাপদে দুবলারচরে নিয়ে আসে। ট্রলারটি বরগুনার পাথরঘাটা থেকে মাছ ধরার জন্য ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে বলে প্রেস বার্তায় কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক উল্লেখ করেন।


এসডি/