কুড়িগ্রামে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৫


কুড়িগ্রামে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমায় রায়। সভায় অংশ নেন পাট চাষী, নারী উদ্যোক্তা, সাংবাদিক ও পাট সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।

 

সভায় বক্তব্য রাখেন-  কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, সাংবাদিক আশরাফুল হক রুবেল, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল সরকার, মুখ্য পরিদর্শক নওসার আজাদ, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজা বেগম, নারী উদ্যোক্তা আফরোজা বেগম আল্পনা প্রমুখ। 


"পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়।


আরএক্স/