ভারতীয় সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৫

শুক্রবার (৭ মার্চ) ভোরে কানাইঘাটের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সাহেদ মিয়া মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া।
আরও পড়ুন: লেবুর রাজ্যে লেবুর দাম কয়েক দিনের ব্যবধানে ৩-৪ গুণ বৃদ্ধি
নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, নিহত সাহেদ মিয়া চোরাকারবারির সঙ্গে জড়িত। দুদেশের চোরাকারবারিদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: রমজানকে সামনে রেখে বেড়েছে কলার দাম
কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বিজিবি বিষয়টি আমাদের কনফার্ম করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে নিয়ে আসা হবে। প্রস্তুতি চলছে।
এমএল/