Logo

চরাঞ্চলে সমন্বিতভাবে উন্নয়নমুলক কাজ করতে হবে: ডিসি সুলতানা

profile picture
জনবাণী ডেস্ক
১১ মার্চ, ২০২৫, ০৬:১১
57Shares
চরাঞ্চলে সমন্বিতভাবে উন্নয়নমুলক কাজ করতে হবে: ডিসি সুলতানা
ছবি: সংগৃহীত

চরাঞ্চলে সমন্বিতভাবে উন্নয়নমুলক কাজ করতে হবে: ডিসি সুলতানা

বিজ্ঞাপন

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেছেন, যেকোন দুর্যোগে সবার আগে ক্ষতিগ্রস্তের শিকার হয় জেলার ২৬৯টি চরের বিশাল জনগোষ্ঠি। এমনিতেই তারা উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে। আমি নিজে পায়ে হেঁটে চরাঞ্চলগুলোতে শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার বেহালদশা দেখেছি। এই চরাঞ্চলে সমন্বিতভাবে উন্নয়নমুলক কাজ করার জন্য সকল সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থা কে একযোগে কাজ করতে হবে।

সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, জেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, ভোলান্টিয়ার গ্রুপ অংশ নেয়। 

বিজ্ঞাপন

সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিসের কর্মকর্তাগন এবং ভোলান্টিয়ারগন দুর্যোগ বিষয়ক মহড়ায় অংশ নেয়। 

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD