চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৫


চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
ছবি: সংগৃহীত

কয়েকদিন আগেও চুয়াডাঙ্গা জেলার সর্বত্র জুড়ে শীতের আমেজ ছিল। তবে হঠাৎ করেই গরম পড়তে শুরু করেছে। এতে করে রোজাদারদের কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। হঠাৎ করেই এক লাফে মৃদু তাপপ্রবাহ বইতে শুরু করেছে। জেলার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে চলতি রমজানেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই হতে পারে।


বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টার সময় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে বিবেচিত। বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। 


আরও পড়ুন: মহেশপুর সীমান্তে বিজিবি ও বি এস এফের বৈঠক


এদিকে হঠাৎ গরম পড়ায় খেটে খাওয়া রোজাদাররা পড়েছেন বেশ ভোগান্তিতে। আবার আবহাওয়া পরিবর্তনজনিত কারণে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা।


আকাশ নামে একজন রিকশাচালক গণমাধ্যমকে বলেন, এখনো রাতে হালকা শীত শীত লাগে। তবে বেলা বাড়ার সাথে সাথে কয়েকদিন যাবত বেশ গরম অনুভব হচ্ছিল। তবে আজ অতিরিক্ত গরম লাগছে। রোদের তাপ সহ্য করা যাচ্ছে না। এভাবে তাপমাত্রা বাড়লে রোজা রেখে রিকশা চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে। 


আরও পড়ুন: বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় পন্য আটক


জান্নাতুর রহমান পাপ্পা নামে এক দোকানি গণমাধ্যমকে বলেন, দিনের বেলা বেশ ভালো গরম পড়ছে। তবে রাতে কিছুটা কম। এই আবহাওয়া পরিবর্তনের ফলে আমার বাড়ির সদস্যরা জ্বর-ঠান্ডায় ভুগছে। 


চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি রমজানের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।


এমএল/