মাগুরায় আছিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

আছিয়ার কবর জিয়ারত করতে এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে মাগুরায় পৌঁছেছেন
বিজ্ঞাপন
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশু আছিয়ার কবর জিয়ারত করতে এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে মাগুরায় পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
শনিবার (১৫ মার্চ) সকাল ৮.৩০ দিকে হেলিকপ্টারে করে মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছান তিনি । তাকে দেখতে মাঠের চারপাশে ভিড় করে সাধারণ মানুষ।এরপর শিশু আছিয়ার কবর জিয়ারত ও আছিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করা ছাড়াও আছিয়ার জন্য একটি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
এরপর গণ মাধ্যম ও স্থানীয় জনতার মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন জামাতে আমীর। এ সময় তিনি জানান,দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। তিনি বলেন,ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে এসব অপরাধ কমে যাবে।
বিজ্ঞাপন
শিশু আছিয়ার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত ওই সভায় তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আছিয়ার পরিবারের পাশে থাকবে জামায়াতে ইসলাম।তিনি আরও বলেন,ধর্ষণ-নিপীড়নের সাথে জড়িতরা যতো প্রভাবশালীই হোক না কেনো তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। কবর জিয়ারত শেষে আছিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন জামায়াত আমীর। এরপর আছিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাড়িতে ছিলেন না।বাড়িতে ছিলেন শিশুটির পিতা। আছিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান শফিকুর রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামাত ইসলামের আমির অধ্যাপক ইমাম বাকেরসহ জামাত ইসলামের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বিজ্ঞাপন
এসডি/