Logo

সরস্বতী পূজাকে ঘিরে খোকসায় ব্যস্ত প্রতিমা শিল্পীরা

profile picture
উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৯ জানুয়ারি, ২০২৬, ১৯:১২
সরস্বতী পূজাকে ঘিরে খোকসায় ব্যস্ত প্রতিমা শিল্পীরা
ছবি প্রতিনিধি।

কুষ্টিয়ার খোকসায় প্রায় আড়াই শতাধিক মন্ডপে বিদ্যাদায়ীনী দেবী সরস্বতীর প্রতিমা তুলে পূজা অনুষ্ঠিত হবে। এ সব মন্ডপে প্রতিমা সরবরাহ করতে হবে তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

বিজ্ঞাপন

উপজেলা সর্বজনীন সরস্বতী পূজা কমিটি সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (২৩) জানুয়ারি সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ বছর উপজেলায় প্রায় ৬০ টি মন্ডপে বারোয়ারি (সার্বজনীন) পূজা অনুষ্ঠিত হয়ার কথা। এ ছাড়া বাড়িতে সরস্বতীর প্রতিমা তুলে আরও প্রায় ২ শতাধিক পূজা হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার একতাপুর কেন্দীয় দূগা পূজা মন্দিরে গিয়ে দেখা যায়, দুইজন শিল্পী আপন মনে প্রতিমা তৈরীর কাজ করে চলেছেন। খোজ নিয়ে জানা গেলো, এই কারখানায় প্রায় ২৪ টি সরস্বতী প্রতিমা তৈরী করা হচ্ছে। প্রত্যেটি প্রতিমা তৈরী করা হচ্ছে অডার মাফিক।

বিজ্ঞাপন

এছাড়া পৌরএলাকার কমলাপুর সুকুমার বিশ্বাসের কারখানায় ৪০টি প্রতিমা তৈরী হচ্ছে। দশকাহুনিয়া গ্রামে প্রতিমা শিল্প বিনোদ সরকারের কারখানায় তৈরী হচ্ছে ৫০টিও বেশী প্রতিমা। এ সব কারখানায় তৈরী প্রতিটি প্রতিমা ৩০০০ থেকে ১৪ হাজার টাকা দামে বিক্রি করা হচ্ছে। সব কারখানা থেকে প্রায় ৫ লাখ টাকা প্রতিমা বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

খোকসা কালী মন্দিরের উপজেলা সার্বজনীন সরস্বতী পূজা কমিটি আয়োজিতো বারোয়ারি (সার্বজনীন) পূজাটি অনুষ্ঠিত হবে। এখানে তিন দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। পাশের জেলা রাজবাড়ির বালিয়াকান্দিতে এ মন্দিরের প্রতিমাটি তৈরী করতে দেওয়া হয়েছে।

একতারপুর কেন্দ্রিয় দূর্গা মন্দিরের প্রতিমা শিল্পী বিনোদ বিশ্বাসের সাথে কথা বলা হয়। তিনি জানান, দুই তিন সপ্তাহ আগে থেকে প্রতিমার অডার নেওয়া বন্ধ করে দিয়েছেন। মুজুরি কম হওয়ায় এ পেশায় জনবল সংকট সৃষ্টি হয়েছে। নিজে এক ভাতিজাকে নিয়ে কাজ করছেন। নতুন শ্রমিক আর তৈরী করতে পারছেন না।

বিজ্ঞাপন

শিল্পী আরও জানান, স্বাধীনতার বছর থেকে তিনি প্রতিমা তৈরীর কাজ করছেন। আগে সারা বছর বিভিন্ন প্রতিমা গড়ার কাজ করতেন। অবসর পেলে প্লাষ্টার ও সিমেন্ট দিয়ে মুর্তি বানাতেন। তিনি মুজিবরের মুর্তি তৈরী করেছেন। লোকেরা ভেঙ্গে দিয়েছে। এবার তারেক জিয়ার মুর্তি গড়ে নিজের শিল্পী জীবনের ইতি টানতে চান।

উপজেলা সার্বজনীন সরস্বতী পূজা কমিটর সাধারণ সম্পাদক প্রকাশ রায় রাজেশ জানান, তিথী অনুযায়ী পৌর এলাকাসহ উপজেলার সব মন্ডপে আনন্দ ঘন পরিবেশী বিদ্যার দেবী সরস্বতীর পূজার প্রস্তুতি চলছে। এ বছর বারোয়ারি (সর্বজনীন) পূজার সংখ্য ৬০টি ছাড়িয়ে যেতে পারে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD