মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ১৩টি মহিষ জব্দ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৫


মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ১৩টি মহিষ জব্দ
উদ্ধারকৃত মহিষ

মিয়ানমার থেকে পাচারকালে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ১৪টি মহিষ জব্দ করেছেন। এরমধ্যে একটি মহিষ মারা গেলে বাকী ১৩টি মহিষ নিলামে বিক্রয় করা হয়েছে।  এসব মহিষগুলো মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।


আরও পড়ুন: প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে পৌঁছেছেন


মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে টেকনাফ কাস্টমস শুল্ক স্টেশনে নিলামের মাধ্যমে ১৩টি মহিষ  বিক্রি করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ কাস্টমস শুল্ক স্টেশনে সুপার বি এম আব্দুল্লাহ আল মাসুম।


তিনি জানান,গত সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা টেকনাফ উপজেলা বিভিন্ন এলাকা থেকে জব্দ করা ছোট-বড় ১৪টি মহিষ জব্দ করে কাস্টমস শুল্ক স্টেশনে জমা দেন। এরমধ্যে গতকাল সোমবার রাত দশটার দিকে একটি মহিষ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের বিজ্ঞ চিকিৎসকের চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপর বাকি টাকা আরও ১৩টি মহিষ মঙ্গলবার দুপুরের দিকে মহেষগুলো নিলামের উঠানো হলে সর্বোচ্চ মূল্য কারি মেসার্স আসিফ ট্রেডিং ভ্যাট সহ ১১লাখ টাকায় ক্রয় করেন। নিলামে প্রায় ৬৬জন অংশগ্রহণ করেন।


টেকনাফ প্রাণিসম্পদ চিকিৎসক হারাধন সুশীল বলেন, অসুস্থ জনিত কারণে একটি মহিষ মারা গেছে। আরো বাকি ১৩টির চিকিৎসা দেওয়া হয়েছে।


মেসার্স আসিফ ট্রেডিংয়ের মালিক কাদের হোসেন বলেন, প্রকাশ্য নিলামে ৬৬জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। নিলামের আগেরদিন রাতে একটি মহিষ৷ মারা যাওয়ায় নিলাম ডাককারিরা আতঙ্কের মধ্যে ছিলেন। এরপরও সবকিছু মিলিয়ে ভ্যাটসহ ১১ লাখ টাকায় ১৩টি মহিষ ক্রয় করে নিয়েছি। আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে কয়েক হাজার টাকা লাভ হতে পারে।


আরও পড়ুন: কক্সবাজারে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ এক শহীদ ও আহত ৪৭ জনকে সহায়তা প্রদান


টেকনাফ কাস্টমস শুল্ক স্টেশনে ভারপ্রাপ্ত গোদাম কর্মকর্তা আক্তারুলজ্জামান বলেন, প্রকাশ্য দিবালোকে ৬৬জন নিলাম ডাককারির সর্বোচ্চ মূল্যে সরকারি কোষাগারে নিলামের টাকা জমা দেওয়ার পর ১৩টি মহিষ বুঝিয়ে দেওয়া হয়েছে।


এসডি/