মহেশখালীতে কোস্টগার্ডের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি নিহত ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৫

কক্সবাজারে মহেশখালীর কালারমারছড়ায় কোস্টগার্ডের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে,এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে শফিউল আলম (২৭) নামের এক লবণচাষী।
আরও পড়ুন: মহেশখালী পাহাড়ে দেশীয় মদ তৈরীর কারখানার ধ্বংস করল নৌবাহিনী
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়ার লবণ মাঠ সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে। তবে নিহত শফিউল আলম লবণ চাষি বলে দাবি করেছেন তার বড় ভাই মনিরুল আলম।
মনিরুল আলম জানান, লবণ মাঠে কাজ করতে যাওয়ার সময় কোস্টগার্ড ও সন্ত্রাসীদের গোলাগুলির মাঝখানে পড়ে যান শফিউল। এতে সে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শফিউল আলম ( ২৭ ) কালারমারছড় ইউনিয়নের চিকনী পাড়া এলাকার মৃত নজির আহমেদের ছেলে।
গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।
আরও পড়ুন: মহেশখালীর ইউপি চেয়ারম্যান বাচ্চুকে অস্ত্রসহ আটক
তিনি জানান, কোস্টগার্ড ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে আহত একজনকে হাসপাতালে আনার পর মৃত্যুর খবর শুনেছে। ঘটনার ব্যাপারে কোস্টগার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
নিহত ব্যক্তি লবণ চাষি, নাকি সন্ত্রাসীদের কেউ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তথ্য কায়সার হামিদ জানান, নিহতের লাশ পুলিশের হেফাজতে হাসপাতালে রয়েছে।
এসডি/