নাফনদীতে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি, ২৫ জনকে উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৫

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীরদ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টাকালে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এত এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কিনা এর জন্য এখনো অনুসন্ধান চালাচ্ছে বিজিবি।
আরও পড়ুন: টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ
বিজিবির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করলেও নাম প্রকাশ করতে রাজী হননি।
বিজিবির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, শুক্রবার দিবাগত মধ্যরাতে মিয়ানমার থেকে ট্রলার যোগে একদল রোহিঙ্গা নাফনদী দিয়ে টেকনাফের শাহপরীরদ্বীপে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ট্রলারটি ডুবে যায়। বিজিবিটহল দল দেখতে পেয়ে ডুবি যাওয়া ট্রলার সহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। এর মধ্যে নারী, শিশু ও পুরুষ রয়েছে।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা প্রাথমিক চিকিৎসা শেষে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। রোহিঙ্গারা জানিয়েছে, ট্রলারটিতে ৬০ জন রোহিঙ্গা ছিল। অন্যরা নিখোঁজ রয়েছে। বিজিবি নাফনদীতে কেউ নিখোঁজ রয়েছে কিনা তার জন্য সন্ধান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: টেকনাফের সেই ভোল মাছ প্রতি কেজি ১৭ শত টাকায় বিক্রি
নাম প্রকাশ না করলেও বিজিবির পক্ষে বিষয়টি নিয়ে কিছুক্ষণের মধ্যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এসডি/