মনোহরদীতে ষষ্ঠ শ্রণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর নজুমোননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে আজিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।অভিযুক্ত আজিজুর রহমান উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন এর গোলমামুদ গ্রামের বাসিন্দা। সে ঐ গ্রামের জাহেদ আলীর ছেলে।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজির ৬ যাত্রীর
শনিবার (২২ মার্চ) এ ঘটনায় মনোহরদী থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।
মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মেয়েকে বাড়িতে রেখে বাবা-মা ঈদের কেনাকাটা করতে চালাকচর বাজারে যায়। এ সুযোগে প্রতিবেশী আজিজুর মেয়েকে ফুঁসলিয়ে বাড়ীর পাশের কলাবাগানের ভেতর নিয়ে যায়। সেখানেই মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
এ ঘটনাটি লোক মারফত জানতে পেরে বাবা- মা দ্রুত বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করলে মেয়ে তা স্বীকার করে। মেয়ের বাবা-মা এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণের সাথে আলাপ আলোচনা করে কোন উপায়ান্তর না পেয়ে শুক্রবার রাতে মেয়েটির মা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: নরসিংদীতে রেললাইনের পাশে পড়ে থাকা ৫ মরদেহ নিয়ে ‘রহস্য’
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল জব্বার জানান, নির্যাতনের স্বীকার শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী আজিজুর কে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুতই তাকে গ্রেফতার করতে সক্ষম হবো।
এসডি/