বীরগঞ্জে তিন বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে ধর্ষক গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে তিন বছরের শিশু কন্যা ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী ভ্যানচালক মমিনুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: দিনাজপুরে সার ডিলারদের সিন্ডিকেটের কারণে উচ্চ মূল্য সার কিনতে হচ্ছে কৃষকদের
মমিনুল ইসলাম উপজেলার পাল্টাপুর ইউনিয়ন ও গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রবিবার (২৩ মার্চ ) দুপুরে কন্যা শিশুটি প্রতিবেশী ইসলামের বাসায় যায়, এ সময় মমিনুল ইসলাম বাড়িতে একাই ছিল। বাড়িতে অন্য কোনো লোকজন না থাকায় সে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি খুলে বললে তাৎক্ষণিক ভাবে পরিবারের লোকজন মমিনুল কে আটকে রেখে পুলিশকে সংবাদ দেন।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেফতার এবং শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: দিনাজপুরে ডিবি পরিচয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত শিশু কন্যার মা রশিদা আক্তারের অভিযোগে ২৭(৩)২৫ নম্বর মামলা রেকর্ড এবং আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।
এসডি/