পাথরঘাটায় জেলের জালে ৩৪ কেজি ভোল মাছ বিক্রি হল সাড়ে ৯ লাখ টাকায়


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৫


পাথরঘাটায় জেলের জালে ৩৪ কেজি ভোল মাছ বিক্রি হল সাড়ে ৯ লাখ টাকায়
ভোল মাছ

বরগুনা পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসিতে ৩৪ কেজি একটি ভোল মাছ বিক্রি হয়েছে সাড়ে ৯ লাখ টাকা। গভীর সমুদ্রে মানিক মিয়ার মালিকাধীন এফ বি সাইব-২ নামের ট্রলারে মাছটি ধরা পড়ে। 


আরও  পড়ুন: পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১ টার সময় প্রতি মন ১২ লাখ ১০ হাজার টাকা ধরে ৩৩ কেজি ৯০০ গ্রামের মাছটি বিক্রি হয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৫০০ টাকায়। 


ট্রলারের মাঝি জামাল বলেন,গভীর সমুদ্রে মাছটি আমাদের জালে ধরা পড়ে। এর আগে ছয় বার সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু ছয় বারই লোকসান হয়েছে এবার এই মাছটি ধরা পড়েছে। সামনে ঈদকে রেখে মাছটি আমাদের জালে ধরা পড়ায় আমরা ১৫ জন জেলে সকলেই খুশি হয়েছি। গতকাল সোমবার বিক্রির উদ্দেশ্যে পাথরঘাটা মৎস্য অবতরণকে নিয়ে আসলে একজন ক্রেতা মাছটির দাম বলে ৮ লাখ টাকা। আজকের সকালে মাছটি ডাকে বিক্রি করেছি ৯ লাখ ৫৬ হাজার ৫০০ টাকায় । এই সকল মাছ সাধারণত সব সময় আমাদের জালে ধরা পড়ে না।


মাছ ক্রেতা তাহিরা ফিসের মোহাম্মদ হানিফ বলেন ,এই মাছের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে বাজারে। প্রতি কেজি ৩১ হাজার ৫০০ টাকা ধরে এই মাছটি আমি ক্রয় করেছি। সাধারণত এই ধরনের বড় মাছ সব সময় পাওয়া যায় না। আমি খুলনার এক ক্রেতার সাথে কথা বলে এই মাছটি ক্রয় করেছি তাকে এই মাছটি পাঠিয়ে দিব। সাধারণত এই মাছটি বালিশের জন্য এর অনেক দাম হয়ে থাকে। 


আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন


পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, এই মাছটি জেলেদের জালে ধরা পড়া একটি সুসংবাদ। চিকিৎসা শাস্ত্রে এই মাছটির অপরিসীম গুরুত্ব রয়েছে। কিছুদিন পর অবরোধ শুরু হবে জেলেরা যদি আমাদের এই মৎস্য আইন গুলো মেনে চলে । তাহলে সমুদ্রে ও নদীতে পরিমাণ এই ধরনের মাছ পাওয়া যাবে। 


এসডি/