মুন্সীগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টা নৈশপ্রহরীকে গণধোলাই

প্রাথমিক বিদ্যালয়ে গণধোলাইয়ের এ ঘটনা ঘটে পরেপুলিশ তাকে উদ্বার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বিজ্ঞাপন
মুন্সীগঞ্জ পৌরসভার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী আবুল হোসেনকে (৫৫) গণধোলাই দিয়েছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ মার্চ ) বেলা ১১ টার দিকে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণধোলাইয়ের এ ঘটনা ঘটে পরেপুলিশ তাকে উদ্বার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে ওই নৈশপ্রহরী। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯ টায় ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ের শ্রেনীকক্ষের ভেতর নৈশ প্রহরীকে আটকে গনপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নৈশ প্রহরীকে উদ্ধার করে।
ছাত্রীর বড় ভাই বলেন, ২৬ মার্চ উপলক্ষ্যে কুচকাওয়াজের রিহার্সেল করার জন্য আমার ছোট বোন সোমবার সকালে স্কুলে যায়। ওই সময় আমার বোনকে ধর্ষনের চেষ্টা করে। এরপর আমার বোন বাড়িতে চলে এসে ঘটনা খুলে বলে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌছে এলাকাবাসীর হাত থেকে নৈশ্রপ্রহরীকে উদ্ধার করে। তিনি বলেন, এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এসডি/








