গাজীপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৫


গাজীপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
ছবি: প্রতিনিধি

গাজীপুরে মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নিহত শহীদদের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


আরও পড়ুন: গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা


মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে তারা নসিব হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মো. সৈয়দ আখতারুজ্জামান। 


এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়বাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. বেনজীর আহমেদ, গাজীপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন রফিক প্রমুখ।


আরও পড়ুন: গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে আটক ১০০


নোয়াখালী ফাউন্ডেশনের চেয়ারম্যান অনন্যা কায়সারের সার্বিক ব্যবস্থাপনায় ও জাতীয়বাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলার সাবেক যুগ্ম সম্পাদক এ্যাড. মো. লাবিব উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।


এসডি/