নাটোর জেলা প্রশাসকের বাংলো থেকে সিলমারা ব্যালট উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৫

নাটোরের জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার। যার বেশিরভাগই সিলমারা ব্যালট পেপার ছিল। উদ্ধারকৃত ব্যালট পেপার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বলে জানা গেছে।
শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টা৩০মিনিটে নাটোর শহরের কান্দিভিটুয়ায় জেলা প্রশাসকের পুরোনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম।
আরও পড়ুন: প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে বাবা-মেয়ে নিহত
এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে এতো পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে বিভিন্ন ধরণের প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরোনো বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী মিলে বিপুল পরিমাণে ব্যালট পেপারগুলো উদ্ধার করে।
আরও পড়ুন: পাবনায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪
এ বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরোনো বাংলোতে রাখা হয়।
তিনি আরও বলেন, সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে তা আমাদের জানা নেই। তবে বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের টেন্ডার হয়েছে সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এমএল/